Home রাজ্য উত্তরবঙ্গ কোরোনা উপসর্গ নিয়ে শিলিগুড়িতে মৃত 2

কোরোনা উপসর্গ নিয়ে শিলিগুড়িতে মৃত 2

0
1185

শিলিগুড়ি, ৩০মে: শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালির সরকার অধিগৃহীত সারি হাসপাতালে চিকিৎসাধীন দুজন রোগীর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, কোরোনার উপসর্গ থাকায় নকশালবাড়ির ৪৩ বছর বয়সি এক ব্যক্তিকে শুক্রবার দুপুরে কাওয়াখালির ওই সারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। গতকাল রাতে সেখানে তাঁর মৃত্যু হয়।
অপরদিকে, গতকাল রাত ১০টা নাগাদ শিলিগুড়ির অরবিন্দপল্লীর এক বৃদ্ধকে সারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোরে তাঁর মৃত্যু হয়। এই দুজনের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই দুজনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। এই নিয়ে সারি হাসপাতালে এখনও পর্যন্ত মোট ১৬ জনের মৃত্যু হল।

satta king gali