Home রাজ্য উত্তরবঙ্গ কোচবিহারে বাড়ছে কোরোনা, কনটেইনমেন্ট জোন ঘোষণা প্রশাসনের

কোচবিহারে বাড়ছে কোরোনা, কনটেইনমেন্ট জোন ঘোষণা প্রশাসনের

0
465

ওয়েব ডেস্কঃ কোচবিহার : কোচবিহার জেলায় একদিনে ৩২ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি মেলার পর আজ নতুন করে আরো ৩৭ জন আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে জেলার ২৩টি এলাকাকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তার মধ্যে দিনহাটা-১ ব্লকের ১১টি, দিনহাটা-২ ব্লকের ৯টি, সিতাই ব্লকের ২টি ও তুফানগঞ্জ-১ ব্লকের একটি জায়গাকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। জেলা শাসক পবন কাদিয়ান বলেন, ‘সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। সকলকে সচেতন থাকতে হবে।’ কনটেনমেন্ট জোনগুলিতে থাকা বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করবে প্রশাসন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্লক, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও আধিকারিকরা নিয়মিত এলাকাগুলো পরিদর্শন করবেন। সচেতনতার জন্য মাইকিং ও পোস্টারের মাধ্যমে প্রচার চলবে। এই জোনগুলিতে কঠোরভাবে লক ডাউন মানতে হবে। ওই এলাকায় অবাধ যাতায়াত নিষিদ্ধ থাকবে। জরুরী কাজ ছাড়া বের হতে পারবেন না বাসিন্দারা।

satta king gali