ওয়েব ডেস্কঃ করোনা সংক্রমণের ফলে মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা । পরীক্ষা শেষ হতে আর তিন দিন বাকি ছিল । 23, 25 ও 27 মার্চের সেই স্থগিত থাকা পরীক্ষাগুলি আগামী জুন মাসে হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার পরীক্ষার দিন ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তিনি আজ জানান, 29 জুন থেকে শুরু হবে উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষা । 29 জুন, 2 ও 6 জুলাই হবে এই পরীক্ষাগুলি ।