মমতার ডাকে কাল রাজ্যে প্রধানমন্ত্রী, জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি বামেদের

0
650

শিলিগুড়ি, ২১মেঃ আমফান জনিত ক্ষয়ক্ষতি দেখতে আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিকেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যে। প্রধানমন্ত্রী এসে দেখে যান কি অবস্থা বাংলার। এরপরেই দিল্লী থেকে জানানো হয় আগামীকাল রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী।

আজ মুখ্যমন্ত্রী জানান, “আধ ঘণ্টা ধরে তাণ্ডব চলেছে । লক্ষাধিক মানুষকে বাঁচাতে পেরেছি । রাজ্যে মোট মৃতের সংখ্যা 72 । কলকাতায় 15জন মারা গিয়েছেন । সুন্দরবনে চারজন ও উত্তর 24 পরগনায় 17 জনের মৃত্যু হয়েছে । দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত । গঙ্গার জল 40 ফুট উঁচুতে উঠেছিল । বহু বাঁধ ভেঙে গিয়েছে । প্রধানমন্ত্রী একবার এসে দেখে যান ।”

এই পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণার দাবি তুলেছেন সিপিএমের পলিটব্যুরো নেতারাও। কলকাতা থেকে প্রাক্তন সাংসদ ও সিপিএম নেতা মহম্মদ সেলিম জানান, অবিলম্বে জাতীয় বিপর্যয় ঘোষণা করুক কেন্দ্র। অন্যদিকে মুখ্যমন্ত্রী জানান, লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সঠিক ক্ষতি নির্ধারণ করতে তিন দিন সময় লাগবে। আগামীকাল প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী একসঙ্গে আকাশপথে পরিদর্শন করবেন। এরপর প্রশাসনিক বৈঠকে মিলিত হবেন দুজনে।