শিলিগুড়িতে শান্তিনিকেতনে কন্টেনমেন্ট জোন তুলে নিল প্রশাসন

0
419

শিলিগুড়ি, ২৪মেঃ উত্তরবঙ্গে মেডিকেল কলেজ সংলগ্ন শান্তিনিকেতন এলাকায় কন্টেনমেন্ট জোন তুলে নিল প্রশাসন। সম্প্রতি এক নার্স সেখানে কোরোনা আক্রান্ত হওয়ার পর তার পরিবারের আরো তিনজন কোরোনা আক্রান্ত হয়েছিলেন ওই এলাকায়। এরপরেই এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়। জীবাণুমুক্ত করা হয় এলাকাটি।

কিন্তু গত ৩০ দিনে নতুন করে আর কেউ আক্রান্ত হন নি এলাকায়। এই পরিস্থিতিতে এলাকাটিকে ডিকন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হল। ওই শান্তিনিকেতন আবাসনে প্রায় দু হাজার মানুষ বসবাস করেন। অধিকাংশই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নানা পদে কর্মরত।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য জানান, ওই এলাকা এখন সম্পুর্ন জীবাণুমুক্ত। তাই কনটেনমেন্ট জোন তুলে নেওয়া হল।