Home রাজ্য উত্তরবঙ্গ বাগডোগরা ও কদমতলায় আক্রান্ত আরো দুই, মোট আক্রান্ত ৪

বাগডোগরা ও কদমতলায় আক্রান্ত আরো দুই, মোট আক্রান্ত ৪

0
1061

শিলিগুড়ি, ৩১মেঃ লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা সংক্রমণ। আজ শিলিগুড়িতে নতুন করে আক্রান্ত ৪। ফাঁসিদেওয়া ও নকশালবাড়ি ছাড়াও বাগডোগরার জ্যোতিনগরে এক প্রসুতি কোরোনা আক্রান্ত। এছারা শিব মন্দিরের কদমতলায় আক্রান্ত আরো এক ব্যক্তি।
মেডিকেল কলেজ সুত্রে জানানো হয়েছে প্রসব যন্ত্রণা নিয়ে ওই প্রসুতি আপাতত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

satta king gali 91 club Hdhub4u Hdhub4u