কোচবিহার, ৩১মেঃ কোচবিহার জেলায় নতুন করে ৩৭ জন আক্রান্ত। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আক্রান্তরা সকলেই পরিযায়ী শ্রমিক। তাঁরা কোচবিহার, দিনহাটা, মাথাভাঙ্গা ও তুফানগঞ্জ মহকুমার বাসিন্দা। সংক্রামিতদের মধ্যে অনেকেই ভীনরাজ্য থেকে ফিরে বাড়িতেই ছিলেন। ফলে সেখান থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে।
এর আগে কোচবিহারে ৩২ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। আক্রান্তরা ভিনরাজ্য ফেরত বলে জানা যায়। আক্রান্ত ৩২ জনকে পরে শিলিগুড়ির কোভিড হাসপাতালে পাঠানো হয়। আপাতত তারা চিকিৎসাধীন রয়েছেন।