শিলিগুড়ি, ২ জুনঃ কথায় আছে শখের দাম লাখ টাকা। আর তাই তো গ্যাঁটের কড়ি খরচ করে অচল অ্যাম্বাসেডরকে কাবারিখানায় পৌঁছে দেওয়ার বদলে বাড়ির দোতলার ছাদে তোলা হল। এমন কান্ড ঘটিয়েছেন শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ির ছাট-নওয়া পাড়া এলাকার বাসিন্দা পিন্টু দত্ত। যা এখন এখন চর্চার বিষয় হয়ে উঠেছে আট থেকে আশি সকলেরই। অনেকেই আবার কৌতুহল সম্বরণ করতে না পেরে ছুটে গিয়ে এক ঝলক দেখেও আসছেন।
পিন্টু বাবু পেশায় ব্যবসায়ী। বহু বছর আছে শখ করে অ্যাম্বাসেডর কিনেছিলেন মোটা টাকার বিনিময়ে। কিন্তু সেই অ্যাম্বাসেডর এখন অচল। তবে, পুরনো সঙ্গীকে কাছ ছাড়া করতে নারাজ তিনি। আর তাই অচল হয়ে পড়া অ্যাম্বাসেডরকে সোজা দোতলার ছাদে তুলে রাখলেন। লক্ষ্য পুরনো স্মৃতি ধরে রাখা। সেক্ষেত্রে কত খরচ হল তা নিয়ে অবশ্য ঘামাতে নারাজ পিন্টুবাবু। জানা গিয়েছে, রবিবার রাতে একটি হাইড্রোলিক ক্রেনের সাহায্যে ওই গাড়িটিকে দোতলার ছাদে তোলা হয়।
পিন্টুবাবু বলেন, গাড়িটি অচল হয়ে পড়েছে। বিক্রি করলে দর মিলবে না। আর বহু পুরনো একটা স্মৃতি। তাই স্মৃতি আগলে রাখতে সেটিকে দোতলার ছাদে তুলে রাখা হল। নিরাপত্তার স্বার্থে গাড়িটিকে সেখানে শক্তপোক্তভাবে আটকে রাখা হয়েছে। যাতে কোন কারণে গাড়িটি গড়িয়ে না পড়ে।