শিলিগুড়ির কোভিড হাসপাতাল থেকে একদিনে ছুটি পেলেন ৩০ জন, ২৯ জনই কোচবিহারের

0
429

শিলিগুড়ি, ২ জুনঃ কোরোনা মুক্তি। শিলিগুড়ির কোভিড হাসপাতাল থেকে একদিনে ছুটি পেলেন ৩০ জন। প্রত্যেকেই কোরোনাভাইরাসকে হার মানিয়ে এখন বাড়ির পথে। এদের মধ্যে ২৯ জনই কোচবিহার জেলার বাসিন্দা। বাকি একজন দার্জিলিং জেলার।

হু হু করে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যাকে টেক্কা দিয়ে কোরোনা মুক্তির সংখ্যা ক্রমেই উর্ধমুখী। স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরছে চিকিৎসা মহলে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম দুই দফায় কোচবিহার জেলায় কোরোনা আক্রান্ত হয় ৩২ জন ও ৩৭ জন। তারা প্রত্যেকেই শিলিগুড়ির কোভিড হাসপাতালে চিকিৎসাধীন। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর কোচবিহার জেলার আক্রান্ত ৬৯ জনের মধ্যে এদিন ২৯ জনের ছুটি দেওয়া হয়। বাকিরা এখনও চিকিৎসাধীন। অন্যদিকে, নতুন করে আরও ২৯ জন আক্রান্ত হওয়ার খবর মিলেছে প্রশাসন সূত্রে৷

দার্জিলিং জেলার জেলাশাসক পুনমবালম এস বলেন, অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। এদিনই ৩০ জনকে ছুটি দেওয়া হল। ২৯ জন কোচবিহার জেলার একজন দার্জিলিং জেলার।