Home রাজ্য উত্তরবঙ্গ জ্বরে আক্রান্ত অশোক ভট্টাচার্য

জ্বরে আক্রান্ত অশোক ভট্টাচার্য

0
803

শিলিগুড়ি, ১১জুনঃ শিলিগুড়িতে কোরোনা পরিস্থিতির মধ্যেই জ্বরে আক্রান্ত হলেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য।

আপাতত বাড়িতেই রয়েছেন তিনি। জ্বর ছাড়াও সর্দি ও হালকা কাশিও রয়েছে। তবে BOA চেয়ারম্যান অশোক ভট্টাচার্য জানান, ভয়ের কিছু নেই। সামান্য জ্বর হয়েছে। ঠান্ডা লেগেছে। চিকিৎসকদের পরামর্শ নিয়েছি। আপাতত ঠিকই আছি। চিন্তার কিছু নেই।

দল সুত্রেও জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার জন্য আজ পৌরনিগমেও যান নি তিনি। আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন।

2% কমিশন দেবেন কেন? নামমাত্র খরচে ছবিসহ বিঞ্জাপন দিয়ে পৌছে যান সাম্ভাব্য ক্রেতার কাছে
satta king gali