উত্তরবঙ্গ মেডিকেলে দুই কোরোনা আক্রান্তের মৃত্যু, শিলিগুড়িতে আক্রান্ত ৩

0
668

শিলিগুড়ি, ১১জুনঃ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রিকুতে মৃত ২। এর মধ্যে একজন শিলিগুড়ির বাসিন্দা।

অন্যদিকে শিলিগুড়িতে পৌরনিগম এলাকায় আক্রান্ত হয়েছেন ৩ জন। চম্পাসারীতে একজন আক্রান্ত হয়েছেন। এছারা সুভাষ পল্লী এলাকায় এক আক্রান্তের খোজ মিলেছে। অন্যদিকে বিধান রোডে একটি হোটেলে পেইড কোয়ারেন্টাইনে থাকা এক ব্যক্তির সোয়াব নমুনা পরীক্ষার রিপোর্ট পসিটিভ এসেছে।

এছারা শিব মন্দির এলাকায় একজন আক্রান্ত হয়েছেন। খড়িবাড়ি ও ফাঁসিদেওয়াতে ২ আক্রান্তের খোজ মিলেছে।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার কৌশিক সমাজদার জানান রিকুতে দুজনের মৃত্যুর হয়েছে। তাদের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছিল। দুজনেই পসিটিভ ছিলেন।

অন্যদিকে দার্জিলিঙের জেলাশাসক এস পুণ্যম বালম জানান, আগামিকাল থেকে সাত দিনের জন্য শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের ফিস মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।