ওয়েব ডেস্ক, ১৫ জুনঃ তৃণমূল নেতা মদন মিত্রের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পরিচালিত হওয়া জনপ্রিয় পেজ “সিটিজেন মদন মিত্র” হ্যাক হয় শুক্রবার। তড়িঘড়ি বিষয়টি কলকাতা পুলিশের সাইবার ক্রাইমে জানান তিনি। অভিযোগ পেতেই তদন্ত শুরু করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম। অবশেষে প্রায় ৭২ ঘন্টা বাদে পেজের মালিকানা ফিরে পান তিনি। ধন্যবাদ জানালেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগকে।
“সিটিজেন মদন মিত্র” পেজটি মূলত জনসংযোগের কাজে ব্যবহার করেন মদনবাবু। সেই পেজটি শুক্রবার হ্যাক হয় বলে অভিযোগ করেন সাইবার ক্রাইমে। অবশেষে ৭২ ঘন্টা বাদে মালিকানা ফিরে পান। তিনি বলেন, আমাকে বদনাম করার জন্যই পেজটি হ্যাক করা হয়েছিল। এই সময়কালে পেজের অ্যাডমিন প্যানেল থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছিল। বুঝতে পারছি না এই পেজের মাধ্যমে কোন অপরাধমূলক কাজ হয়েছে কিনা। শুক্রবারের পর থেকে কেউ কোন মেসেজ পেয়ে থাকলে বুঝে নিতে হবে সেটা আমার পাঠানো হয়। কেননা, অ্যাডমিন প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সবাইকে।