শিলিগুড়ি, ১৬ জুনঃ কোরোনা মোকাবিলায় বাজার বন্ধ করে দেওয়াই আল্টিমেট সলিউশন নয়। প্রয়োজনে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সংযোগে রাশ টানা হবে। সেক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। মঙ্গলবার টাস্ক ফোর্সের বৈঠক শেষে এমনটাই জানালেন দার্জিলিং জেলার জেলাশাসক এস পুন্নমবালম।
অতিমারি কোরোনা মোকাবিলায় তৃতীয় দফায় জেলা টাস্ক ফোর্সের বৈঠক সম্পন্ন হল শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে। জেলাপ্রশাসনের আধিকারিকদের নিয়ে ম্যারাথন বৈঠক সারলেন খোদ জেলাশাসক। বৈঠক শেষে তিনি বলেন, কোরোনা সংক্রমণ প্রতিরোধে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে।
জেলাশাসক এস পুন্নমবালম বলেন, কোরোনা সংক্রমণ রোধে বাজার বন্ধ করে দেওয়া আল্টিমেট সলিউশন নয়। সেক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন অনুসারে খোলা জায়গায় বাজার সরিয়ে নিয়ে যাওয়া হবে। ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সংযোগে রাশ টানার ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার এলাকায় ভিড় এড়াতে বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি মাস্ক, স্যানিটাইজার ব্যবহারে জোর দেওয়া হবে।