শিলিগুড়ি, ১৬জুনঃ শিলিগুড়ি জেলা হাসপাতালে কোরোনা আক্রান্তের খোঁজ মিলল। টিকিয়াপাড়ার বাসিন্দা সিসিইউতে ভর্তি এক রোগীনির কোরোনা সংক্রমণ ধরা পড়েছে।
স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গিয়েছে, সন্তান প্রসবের জন্য ওই প্রসুতি হাসপাতালে এসেছিলেন। দিন কয়েক আগে প্রসবের পর সন্তান মারা যায়। এদিকে অবস্থা অবনতি হওয়ায় প্রসুতিকে সিসিইউতে স্থানান্তর করা হয়। হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ ওই প্রসুতির সোয়াব রিপোর্ট গতকাল রাতেই পসিটিভ এলেও ওই প্রসুতিকে এদিন সকাল অবধি হাসপাতালের সিসিইউতেই রেখে দেওয়া হয়। এর জেরে আতঙ্ক ছড়ায় কর্মরত নার্স ও স্বাস্থ্যকর্মিদের মধ্যে। এর জেরে সকালে ক্ষোভ প্রকাশ করেন হাসপাতালের নার্স ও স্বাস্থ্যকর্মিরা। চাপে পড়ে তড়িঘড়ি ওই প্রসুতিকে কোভিড হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, ওই প্রসুতির পাশের বেডে এক রোগীর মৃত্যু ঘিরেও আতঙ্ক ছড়ায়। আদতে দার্জিলিঙের বাসিন্দা ওই ব্যক্তি শিলিগুড়ি ইসকন মন্দির রোডে থাকতেন। এই পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ওই ব্যক্তির দেহ পরিবারের হাতে আপাতত তুলে দেওয়া হবেনা। মৃতের সোয়াব সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শিলিগুড়ি হাসপাতাল সুপার অমিতাভ মন্ডল জানান, পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। প্রসুতির সংস্পর্শে আসা নার্স ও স্বাস্থ্যকর্মিদের ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করার পাশাপাশি তাদের সোয়াব নমুনা সংগ্রহ করা হচ্ছে।