শিলিগুড়ি, ২৫ সেপ্টেম্বরঃ বিহার বিধানসভা নির্বাচনের দিন আজই ঘোষণা হয়েছে। এ রাজ্যেও বিধানসভা নির্বাচন আসন্ন। আসন্ন বিধানসভা নির্বাচনের সঙ্গে সঙ্গেই শিলিগুড়িতে পৌরনিগমের নির্বাচন এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন ছাড়াও পাহাড়ে জিটিএ নির্বাচনের দাবি তুললেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য।
আজ শিলিগুড়িতে হিলকার্ট রোডে অনিল বিশ্বাস ভবনে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে অশোক ভট্টাচার্য বলেন, আমরা প্রশাসনিক বোর্ড চাইনা। আমরা নির্বাচিত গণতান্ত্রিক বোর্ড চাইছি। নির্বাচনের ফলাফল যাই হোক তা মেনে নেব আমরা। ভোটের জন্য আমরা প্রস্তুত রয়েছি। শিলিগুড়িতে পৌরনিগমের বোর্ডের মেয়াদ মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আগামী নভেম্বরে শিলিগুড়ি মহকুমা পরিষদের বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে। পাহাড়েও বহু আগেই জিটিএ বোর্ডের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সেখানেও প্রশাসনিক বোর্ড চলছে। আমরা চাইছি সমস্ত নির্বাচন একসঙ্গে হোক।