কৃষিবিলের বিরোধীতা আসলে কাটমানির খেলা, পকেট ভরাতেই মিথ্যাপ্রচারঃ সায়ন্তন বসু

0
151

শিলিগুড়ি, ২৬ সেপ্টেম্বরঃ দালালদের সুবিধা দিয়ে কাটমানি পকেটে ভরতেই কৃষিবিলের বিরোধীতা করছে কিছু রাজ্য। যারা বিরোধীতা করছেন তারা হয় দালালের কাটমানির বন্দোবস্ত বজায় রাখতে চাইছেন, নাহলে অর্ধিশিক্ষিত, অশিক্ষিত। তারা বিলটাই পড়েন নি। এই বিল আইন হলে কৃষক সরাসরি বাজারে পণ্য বিক্রি করবেন। এতে কৃষকের লাভ হবে। শনিবার শিলিগুড়িতে বললেন বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বসু।

সাংবাদিক বৈঠকে তিনি বলেন খোঁজ নিয়ে দেখেছি কৃষকরা আলু বিক্রি করছেন এক টাকা দু টাকা প্রতি কিলো দরে অথচ আমরা আলু কিনছি 40 টাকা দরে কৃষকদের কাছ থেকে উৎপাদিত ফসল কিনে আনতে জ্বালানি খরচ বাদ দিয়ে প্রচুর টাকা মুনাফা হিসেবে লুটে নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা আমরা এই প্রথা বন্ধ করতে চাইছি এই বিল আইনে পরিণত হলে কৃষকেরা সরাসরি বাজারে এসে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে একদিকে যেমন নিজের আবর্তিত আয় অর্জন করতে পারবে তেমনি ক্রেতারাও অপেক্ষাকৃত কম দামে দামে সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য কিনে নিতে পারবেন এই রাজ্যে কাটমানি প্রথা বজায় রেখে নিজেদের পকেট ভরার রাজ্যের শাসক দল এবং বামেরা কৃষি বিরোধিতা করছে পাঞ্জাব সবকিছু রাজ্যে বড় বড় হয়েছেন তারাও মুনাফা হারানোর শঙ্কায় এই বিলে প্রতিবাদ জানাচ্ছে বাস্তবে তারা সকলেই কৃষক স্বার্থের বিরোধী।

যদিও সায়ন্তনের বক্তব্যের বিরোধীতা করে জেলা তৃণমূলের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, ওদের মুখ আর মুখোস দুটিকে গুলিয়ে ফেললে চলবে না। দেশের লাভজনক রাষ্ট্রায়ত্তসংস্থা বিক্রির অপচেষ্টা সহ নানা কাজ এই কেন্দ্রের সরকার করে চলেছে। কৃষিবিলের বিরোধীতায় আমাদের আন্দোলন চলবেই।