শিলিগুড়ি, ২৭ সেপ্টেম্বরঃ ঢাকা-বাগডোগরা-কাঠমান্ডু বিমান চলাচল শুরু হলে পর্যটনের প্রসার ঘটবে বলে আশাবাদী কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের রিজিওনাল ডিরেক্টির সাগ্নিক চৌধুরী। তিনি জানান, এলাকায় বাসিন্দাদের এই দাবী দীর্ঘদিনের হলেও আমাদের কাছে এ নিয়ে কেউ প্রস্তাব দেয়নি। আমরা চাই পর্যটনের প্রসারে এখানকার বিভিন্ন বাণিজ্যিক সংগঠন ও পর্যটন সংস্থাগুলি আমাদের কাছে দ্রুত প্রস্তাব জমা দিক। তা পেলে আমরা এ নিয়ে অসামরিক বিমান চলাচল মন্ত্রকের সঙ্গে আলোচনা করব।
আজ শিলিগুড়িতে একটি Hh&tdn এর তরফে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় শিলিগুড়িতে। এই উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের রিজিওনাল ডিরেক্টর সাগ্নিক চৌধুরী বলেন, এই সার্কিটে সিংহভাগ পর্যটক বাংলাদেশ থেকে আসেন। কলকাতা বিমান বন্দর ছাড়া আপাতত অসমের গুয়াহাটি বিমানবন্দরের সঙ্গে বাংলাদেশের বিমান চালু রয়েছে। ফলে পর্যটনের প্রসারের কথা মাথায় রেখে বাগডোগরা এবং একই সঙ্গে কাঠমান্ডুর বিমান চলাচল শুরু করা গেলে তা পর্যটনের প্রসারে দারুন সহায়ক হবে।
তিনি আরো বলেন, এই মুহুর্তে এই ধরনের কোনও প্রস্তাব আমাদের কাছে কেউ দেয় নি। পর্যটন সংস্থাগুলি লিখিত ভাবে আমাদের প্রস্তাব দিলে আমরা কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকের সঙ্গে কথা বলব। আশা করছি এলাকার দীর্ঘদিনের এই দাবি পূরন হবে।