মাত্র দশ টাকার টিউশন!

0
215

শিলিগুড়ি,২৭ সেপ্টেম্বরঃ মাত্র দশ টাকায় টিউশন। কোরোনা আবহে ওলট-পালট শিক্ষা ব্যবস্থা। দুবেলা যাদের খাওয়া জোটেনা, তাদের অনেকের কাছেই অনলাইন শিক্ষা ব্যবস্থা বিলাসিতা। কিন্তু তা বলে থামলে চলবে কেনো? তাই বিভিন্ন বনবস্তিতে গিয়ে মাত্র দশ টাকা ফি নিয়ে রেজিস্ট্রেশন করিয়ে তাদের পড়াচ্ছেন খড়গপুরের গবেষক শিলিগুড়ির শিব মন্দিরের বাসিন্দা অনির্বান নন্দী ও তার স্ত্রী। সঙ্গে রয়েছে তাদের সংগঠন লিভ লাইফ হ্যাপিলি।

চলছে বন বস্তিতে দশ টাকার টিউশন ক্লাস

এর আগে এভাবেই গ্রামাঞ্চলে পৌছে দিয়েছেন মেয়েদের স্যানিটারি ন্যাপকিন,পড়ার বই। এবার তাদের উদ্যোগ দশ টাকার টিউশন। অভিনব এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে।

অনির্বান জানান, গ্রামোন্নয়ন নিয়ে নিজের পড়াশোনা চালাতে গিয়েই আমরা দেখেছিলাম গ্রামবাংলার প্রকৃত ছবিটা। আমরা জানি গ্রামাঞ্চলে, চা বাগানে, বনবস্তিতে পরিস্থিতিটা আরো খারাপ।

তিনি জানান, আমরা অনলাইনে আগে দাতাদের কাছে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার আবেদন জানাতাম। যারা যা দিতেন সেসব নিয়ে গ্রামের মেয়েদের পৌছে দিতাম। কারন জানি, আমাদের স্বাস্থ্যব্যবস্থা ভাল নয়। এর থেকেই আরেকটু এগোতে আমরা ডিজিটাল লাইব্রেরির কাজ শুরু করি। নতুন ও পুরানো বই সংগ্রহ করে সেসব নিয়ে গাড়িতেই তৈরী হয় আমাদের ডিজিটাল লাইব্রেরি। এখন কোরোনা চলছে। তাই স্কুল বন্ধ। তাবলে কি পঠন পাঠন থেমে থাকবে? তাই বিভিন্ন চা বাগান, বন বস্তিতে গিয়ে এখন ছেলেমেয়েদের পড়াচ্ছি আমরা।

প্রথাগত পড়াশোনার পাশাপাশি কম্পিউটারেরর মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলসহ সিলেবাস বহির্ভুত আরো কয়েকটি বিষয় শেখাচ্ছি ছেলেমেয়েদের। এতে আগামী দিনে মাথা উচু করে কিছু কাজ অন্তত করতে পারবে এই ছাত্র-ছাত্রীরা।

পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন বিলির কাজও চলছে সমান তালেই। সামাজিক দুরত্ব মেনেই চলছে নিয়মিত টিউশন ক্লাস।