শিলিগুড়ি, ১ অক্টোবরঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রশাসনিক সভা শেষ সেরে কলকাতায় রওয়ানা হতেই ফের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভাট্টাচার্য। আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ওই সভাগুলি প্রশাসনিক সভা নয়, আসলে সরকারি খরচে দলীয় সভা হয়েছে। তবে এসব করে প্রত্যাশা পূরণ হবে না।
অশোক ভাট্টাচার্য জানান, আমরা দেখা করতে সময় চেয়েছিলাম। সময় দেন নি মুখ্যমন্ত্রী। তবে প্রশাসনিক বৈঠকে আমায় ডাকা হয়েছিল। কিন্তু সেখানে আলোচনার সুযোগ ছিল না। এতদিন কখনো আমাদের ডাকা হয় নি। তাই ওই প্রশাসনিক সভায় যাই নি। এই সিদ্ধান্ত আমাদের নীরব প্রতিবাদ। এই প্রতিবাদ চলবে।
অশোক ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রীর পারলে পা ধরলে বেশি অর্থ পেতাম। কিন্তু মাথা নোয়াব না। লড়াই চলবে। সরকারি খরচে কার্যত দলীয় সভা করেছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের বিরোধীদের কাউকে ডাকা হয়নি।
অশোক ভট্টাচার্য আরো বলেন, ভোটের আগে পাট্টার লোভ দেখানো হচ্ছে। অথচ পাট্টা বিলি আটকে রেখেছে এই রাজ্য সরকার। পাহাড়ে বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়েছে। অথচ শিলিগুড়ির প্রাপ্তির ভাড়ার শুন্য। মুখ্যমন্ত্রীর তরফে এই টাকা বিলি করা হলেও বাস্তবে তার প্রত্যাশা পূরণ হবে না। এই টাকা জলে যাবে। সব টাকা লুট হবে।
অন্যদিকে জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার জানান নীরব প্রতিবাদ নয় অশোকবাবুর নীরবতাই শিলিগুড়ির জন্য মঙ্গল বয়ে আনবে। কাজ করতে না চাইলে এবং কাজ করতে না পারলে দায়িত্ব ছেড়ে দিন।