শিলিগুড়িতে দুই টেকনিশিয়ান নেগেটিভ, স্বস্তিতে স্বাস্থ্য দপ্তর

0
619

শিলিগুড়ি, ২১মেঃ মাটিগাড়ায় কোভিড হাসপাতালের দুই টেকনিশিয়ানের সোয়াব টেস্ট রিপোর্ট নেগেটিভ আসায় সস্তিতে স্বাস্থ্য দপ্তর। আজ শিলিগুড়িতে পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন ওই দুই টেকনিশিয়ান সোয়াব টেস্ট করিয়েছিলেন। তা নেগেটিভ এসেছে।
অন্যদিকে মিরিকের সৌরিনীর বাসিন্দা যে মহিলা আসামে গিয়ে কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছেন তার পরিবারের ৯ জন সদস্যের সোয়াব টেস্ট করানো হয়েছে। তাদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন মিরিক ব্লকের স্বাস্থ্য আধিকারিক।