শিলিগুড়ি, ১০ জুনঃ ফের কোরোনা আক্রান্ত হলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন চিকিৎসক। একইসঙ্গে চার নার্স ও চার স্বাস্থ্য কর্মীও কোরোনা আক্রান্ত। ঘটনার জেরে বাড়ছে উদ্বেগ।
কোরোনা মোকাবিলায় প্রথম সারির কোরোনা যোদ্ধা হিসেবে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের ঘটনা নতুন নয়। তবে ক্রমান্বয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন জন চিকিৎসক সহ চার জন নার্স এবং চার স্বাস্থ্য কর্মী নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। সেক্ষেত্রে মোট ১১ জন এদিন করোনা সংক্রমিত হলেন। সব মিলিয়ে এখন পর্যন্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ২৪ জন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী করোনা সংক্রমিত হয়েছেন।