Home রাজ্য উত্তরবঙ্গ শিলিগুড়ির মাটিগাড়ায় কোরোনা আক্রান্ত এক

শিলিগুড়ির মাটিগাড়ায় কোরোনা আক্রান্ত এক

0
609

শিলিগুড়ি, ২২মেঃ শিলিগুড়িতে মাটিগাড়া এলাকার পতিরামজোতে এক কোরোনা আক্রান্তের খোজ পেল প্রশাসন। সম্প্রতি কর্মসুত্রে আসামে গিয়েছিলেন ওই ব্যক্তি। সেখানেই তার সোয়াব টেস্ট হয়। এরপর ওই ব্যক্তি ফিরেও আসেন। গতকাল রাতে আসাম থেকে র রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে জানানো হয় ওই ব্যক্তির লালারস নমুনার রিপোর্ট পসিটিভ এসেছে। এরপর রাতেই ওই ব্যক্তিকে কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়। আজ পতিরামজোত এলাকায় বাশের ব্যারিকেড দিয়ে কনটেইনমেন্ট জোন তৈরী করে এলাকা আটকে দেয় প্রশাসন।

ওই ব্যক্তি আসাম যাতায়াতের পথে কাদের সাথে মেলামেশা করেছেন তার খোজখবর নিতে শুরু করেছে প্রশাসন।

satta king gali 91 club Hdhub4u Hdhub4u