রাজ্যে এক হাজার কোটির প্যাকেজ মোদির, মৃতের পরিবারকে ২ লক্ষ

0
93

বসিরহাট, ২২মেঃ রাজ্যে আমফান বিধবস্ত এলাকা পুনর্গঠনের জন্য এক হাজার কোটি টাকা দেবে কেন্দ্র। আজ এলাকা পরিদর্শনের পর জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়েই আকাশপথে ক্ষয়ক্ষতি ঘুরে দেখেন তিনি। এরপর বসিরহাটে প্রশাসনিক বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদিপ ধনকর, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং ক্ষতিগ্রস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপারেরা।
প্রধানমন্ত্রী জানান, এই পরিস্থিতিতে আমরা গোটা দেশ বাংলার পাশে রয়েছি। বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী জানান মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবে কেন্দ্র।