কোচবিহার, ২৩মেঃ চিকিৎসা করে মহারাষ্ট্র থেকে ফেরার পথে মৃত্যু হয় এক যুবকের । পরে তাঁর সোয়াবের নমুনার রিপোর্ট পজ়িটিভ আসে । এবার তার বাবাও কোরোনা আক্রান্ত বলে রিপোর্ট মিলেছে।
স্বাস্থ্য দপ্তর সুত্রেই জানা গিয়েছে এদের সকলেরই বাড়ি বাংলাদেশে। কোচবিহারের গোলবাগান এলাকায় আত্মীয়ের বাড়িতে ছিলেন তাঁরা । ক্যানসারে আক্রান্ত ছিলেন ওই যুবক । চিকিৎসার জন্য মহারাষ্ট্রে ছিলেন। দিন কয়েক আগে ওই যুবক সহ তাঁর পরিবারের সদস্যরা একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে মহারাষ্ট্র থেকে কোচবিহারে আত্মীয়ের বাড়ির উদ্দেশে রওনা দেন। ফেরার পথে সোমবার বিহারের বেগুসরাইয়ের কাছে ওই যুবকের মৃত্যু হয়। এরপর যুবকের দেহ নিয়ে গতকাল কোচবিহার মেডিকেলে আসেন তাঁর পরিবারের সদস্যরা । মৃতদেহ আলাদা করে রাখা হয়। নমুনা পরীক্ষার জন্য শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেলে পাঠানো হয়।সেই রিপোর্ট পসিটিভ আসে।
এদিকে ঘটনার জেরে মৃত যুবকের বাবা ও মায়ের লালারসের নমুনা পরীক্ষার পর দেখা যায় ওই উবকের বাবাও কোরোনা আক্রান্ত। তাকে শিলিগুড়ি কোভিড হাসপাতালে আনা হচ্ছে। মৃত যুবকের মা আপাতত কোরোনা নেগেটিভ হলেও তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের আইশোলেশন ওয়ার্ডে নিয়ে আসা হচ্ছে।