সিকিমে প্রথম কোরোনা আক্রান্তের খোজ, আক্রান্ত দিল্লী ফেরত ব্যক্তি

0
471

গ্যাঙটক, ২৩মেঃ এবার সিকিমেও মিলল কোরোনা আক্রান্তের খোজ। দেশ জুড়ে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও এতদিন কোরোনামুক্ত রাজ্য ছিল সিকিম। এবার দক্ষিন সিকিমের রাবাংলায় এক কোরোনা আক্রান্তের খোজ মিলেছে। সে রাজ্যের স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গিয়েছে সম্প্রতি দিল্লী থেকে ফেরেন রাবাংলার বাসিন্দা ওই ব্যক্তি। উপসর্গ দেখা দেওয়ায় তার লালারসের নমুনা পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ভিআরডিএল ল্যাবরেটরিতে। টেস্টে ওই ব্যক্তি কোরোনা আক্রান্ত বলে জানানো হয়। এটিই সিকিমে প্রথম কোরোনা আক্রান্ত বলে জানা গিয়েছে।