জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বিচারাধীন এক বন্দীকে ভর্তি নিল না সারি হাসপাতাল

0
733

শিলিগুড়ি, ২৩মেঃ শিলিগুড়ি সংশোধনাগারের বিচারাধীন বন্দীকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সারি হাসপাতালে পাঠানো হলেও সেখানে ভর্তি না নেওয়ার অভিযোগ উঠেছে।

শ্বাসকষ্ট থাকায় বিচারাধীন বন্দীকে নিয়ে আজ সকালে সংশোধনাগারের কর্মীরা প্রথমে জেলা হাসপাতালে আসেন। সেখান থেকে ওই বন্দীকে ভর্তি না নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর ওই বিচারাধীন বন্দীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সংশোধনাগারের কর্মীরা। কিন্তু সেখানেও তাকে ভর্তি নেওয়া হয়নি। সেখান থেকে জানিয়ে দেওয়া হয় শ্বাসকষ্ট এবং জ্বর থাকায় ওই বন্দীকে নিয়ে যেতে হবে মাটিগাড়া সরকার অধিগৃহীত দিশান হাসপাতালে। এরপরে ওই বন্দীকে দিশানে নিয়ে যাওয়া হলেও সেখানে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেওয়া হয়। এরপর সংশোধনাগারের কর্মিরা ওই বন্দীকে নিয়ে ফের জেলা হাসপাতালে যান। কিন্তু ফের বন্দীকে ফিরিয়ে দেয় জেলা হাসপাতাল। জানানো হয় মাটিগাড়ায় সরকার অধিগৃহীত দিশান হাসপাতালেই বন্দীকে নিয়ে যেতে হবে। এরপর ফের দিশানে যাওয়া হলেও বন্দীর সঙ্গে পাহারাদার রাখার পরিকাঠামো নেই জানিয়ে তাকে পুনরায় ফেরত পাঠায় দিশান কর্তৃপক্ষ। এরপর জেলাসুপার কৃপাময় নন্দীর হস্তক্ষেপে এদিন সন্ধ্যায় বন্দিকে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে।
রাত সাড়ে আটটা নাগাদ অবিশেষে তাকে ভর্তি নেয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। জেল সুপার কৃপাময় নন্দী বলেন, বন্দীর সঙ্গে পাহারাদার রাখার পরিকাঠামো নেই বলে জানিয়েছিল দিশান কর্তৃপক্ষ। অন্যদিকে জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ জানিয়েছিল কোরোনা উপসর্গ থাকায় বন্দীকে সারি হাসপাতালেই নিয়ে যেতে হবে। এই টানাপোড়েনেই সমস্যা হয়। দিনভর এই পরিস্থিতির পর রাতে তাকে আমরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আইশোলেশনে ভর্তি করিয়েছি। এ নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য বলেন, ঠিক কি হয়েছে খোজ নিয়ে দেখছি।