ওয়েব ডেস্কঃ আমার ওপর ভরসা রাখুন। সব ঠিক করে দেব। শনিবার প্রশাসনিক বৈঠক সেরে রাজ্যের বাসিন্দার উদ্দেশ্যে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ ৷ বিদ্যুৎ পরিষেবা না থাকায় বহু জায়গায় বিক্ষোভ প্রদর্শন করছেন মানুষজন ৷ সেই প্রসঙ্গে শনিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাকে একটু বিশ্বাস করুন ৷ আমার উপর ভরসা রাখুন ৷ কয়েক দিনের মধ্যেই সব ঠিক করে দেব ৷’’ CESC-র কাজে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমার সঙ্গে CESC-র কথা হয়েছে ৷ কলকাতায় ওরা একা বিদ্যুৎ সরবরাহ করে ৷ তাই আমি বাধ্য হয়ে ওদেরকে দিয়ে কাজ করছি ৷ সল্টলেক স্টেডিয়াম ও নেতাজি ইন্ডোর থেকে 80-90টার মতো জেনারেটর আনার ব্যবস্থা করেছি ৷ আশা করছি কয়েকদিনে পরিস্থিতির আরো উন্নতি হবেই ৷’’ তিনি বলেন, ‘‘যাঁরা দক্ষ লোক তাঁদের অনেকেই ইদ বা অন্যান্য কারণে বাড়ি গিয়েছেন ৷ যে কেউ বিদ্যুৎ সরবরাহের মতো কাজ করলে বিপদ আরও বাড়তে পারে ৷ তাই বলছি প্ররোচনায় পা না দিয়ে, ধৈর্য ধরুন ৷ ইদ ও অন্যান্য উৎসব ঘরেই পালন করুন ৷ আমাকে একটু সময় দিন ৷ আস্থা রাখুন ৷ বিশ্বাস রাখুন ৷ আশা করছি, তিন-চারদিনের মধ্যে 70-80 শতাংশ পুনরুদ্ধারের কাজ করতে পারব ৷’’