মমতার সবেতেই রাজনীতিঃ দিলীপ ঘোষ

0
220

ওয়েব ডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের লোকজন রাজনীতি ছাড়া আর কিছুই বোঝেন না ৷ শনিবার বারুইপুরে যেতে গিয়ে পুলিশের বাধা পেয়ে এভাবেই ক্ষোভ উগড়ে দিলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস সরকারি টাকা লুট করে ত্রাণ দেয় ৷ এভাবে রাস্তা আটকানোর ঘটনা আদতে রাজনীতি বলে তিনি উল্লেখ করেন। বলেন, বাংলার মানুষ এর জবাব দেবে।
আমফানে ক্ষতিগ্রস্ত দক্ষিণ 24 পরগনার বারুইপুর পরিদর্শনে যেতে গিয়ে পুলিশের কাছে বাধা পান BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ গোটা ঘটনায় রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে তাঁর দাবি ৷ প্রায় আড়াই ঘণ্টা তাঁকে গড়িয়ার কাছে ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ৷ BJP সভাপতি এই বিষয়ে পুলিশকে প্রশ্ন করলে জানানো হয়, লকডাউনের মধ্যে এক জেলা থেকে অন্য জেলায় নিরাপত্তার কারণে তাঁর না যাওয়াই শ্রেয় । তাছাড়া আমফানের জেরে পথে ঝুঁকি রয়েছে । সেকারণে তাঁকে যেতে দেওয়া হবে না। এই ঘটনার প্রতিবাদে ক্যানিংয়ে পথ অবরোধ শুরু করে BJP কর্মীরা ৷ অভিযোগ BJP কর্মীদের উপর চড়াও হয় তৃণমূল কর্মীরা ৷ মাথা ফাটে এক BJP কর্মীর ৷ গোটা ঘটনায় রাজনীতির গন্ধ পাচ্ছেন দিলীপ ঘোষ৷ তিনি অভিযোগ করেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস রাজনীতি ছাড়া কিছুই বোঝে না ৷ তৃণমূল কংগ্রেস সরকারি টাকা লুট করে ত্রাণ বিলি করে৷ আমরা নিজেরা ত্রাণের ব্যবস্থা করি। এভাবে আমাদের আটকে দিয়ে রাজনীতি করা হচ্ছে। এর জবাব দেবেন বাংলার মানুষ। ৷’’