শিলিগুড়ি, ২৫ মেঃ দার্জিলিং জেলার খড়িবাড়িতে আরও একজন কোরোনা সংক্রমিত হলেন। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ‘ভাইরাল রিসার্চ এন্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে’ ওই মহিলার লালারস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি শিলিগুড়ির কোভিড হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, সম্প্রতি মহারাষ্ট্রের মুম্বাই থেকে ওই শ্রমিক শিলিগুড়ি ফিরে এসেছিলেন। তিনি ক্যান্সার আক্রান্ত। খড়িবাড়িতে ফেরার পর তাকে বাতাসির কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছিল। শারীরিক অবস্থা খারাপ হলে তাকে শনিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর এদিন তার রিপোর্ট পজিটিভ আসে।
দার্জিলিং-এর জেলাশাসক এস পুণমবালম জানান, ওই মহিলাকে কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।