Home রাজ্য উত্তরবঙ্গ ফাঁসিদেওয়া ও নকশালবাড়িতে আরো দুই আক্রান্তের খোঁজ

ফাঁসিদেওয়া ও নকশালবাড়িতে আরো দুই আক্রান্তের খোঁজ

0
1220

শিলিগুড়ি, ৩১মেঃ শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ও নকশালবাড়িতে আরো দুই কোরোনা আক্রান্তের খোজ মিলল। আক্রান্ত দুই ব্যক্তি আপাতত কাওয়াখালির সরকার অধিগৃহীত সারি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের লালারসের নমুনা পরীক্ষায় পসিটিভ আসায় তাদের দ্রুত কোভিড হাসপাতালে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে নকশালবাড়ি ও খড়িবাড়িতে কোরোনা আক্রান্তের খোঁজ মিললেও ফাঁসিদেওয়াতে এই প্রথম কোরোনা আক্রান্তের খোঁজ মিলল।
স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গিয়েছে, দুজনের মধ্যে একজনের বয়স ১৬ এবং অন্যজনের বয়স ২০ বছর।

ফাঁসিদেওয়ায় কালু জোতের বাসিন্দা ২০ বছরের ওই যুবক নহারাষ্ট্রের পুনে থেকে ফিরেছিলেন। তবে নকশালবাড়িতে যে আক্রান্ত তার ট্রাভেল হিস্ট্রি নেই বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।

satta king gali