জলপাইগুড়ি, ৩১মেঃ এমনিতে কোভিড হাসপাতালের গেট বন্ধই থাকে। জলপাইগুড়ির কোভিড হাসপাতালের সামনে পৌছে দরজা বন্ধ দেখে উত্তেজিত হয়ে পড়লেন এক ব্যক্তি। দরজা ঝাকিয়ে চিৎকার করে বললেন দরজা খুলুন। আমি কোরোনা আক্রান্ত। এই হাকডাকে মুখ উচিয়ে হাসপাতালের কর্মিরা দেখেন বাইরে এক ব্যক্তি দাড়িয়ে। সঙ্গে রয়েছে বাইক। বাইক চালিয়েই এসেছেন তিনি।
খোজ নিয়ে জানা যায় তিনি উত্তরবঙ্গ প্যারামেডিকেলের ছাত্র। গত ২৬মে নাগরাকাটায় গিয়ে শুল্কাপাড়ায় এক চিকিৎসকের সঙ্গে দেখা করেছিলেন তিনি। সেখানে তখন লালারসের নমুনা পরীক্ষা চলছিল। তিনিও নিজেই সোয়াব টেস্ট করান। সম্প্রতি তার রিপোর্ট পসিটিভ আসে।
উপসর্গহীন ওই ব্যক্তিকে প্রশাসনের তরফে কোভিড হাসপাতালে আনার আগেই বাইক নিয়ে ৬০ কিলোমিটার পথ পেড়িয়ে জলপাইগুড়িতে কোভিড হাসপাতালে পৌছান ওই ব্যক্তি। সব জেনে দ্রুত তাকে ভর্তি নেয় জলপাইগুড়ির কোভিড হাসপাতাল। জলপাইগুড়ির জেলা হাসপাতালের সুপার গয়ারাম নস্কর বলেন, আসলে কোভিড পসিটিভ দেখে ওই ব্যক্তি ঘাবড়ে গিয়ে নিজেই দ্রুত চলে আসেন কোভিড হাসপাতালে। আমরা তাকে ভর্তি করে নিয়েছি।