শিলিগুড়ি, ২ জুনঃ শিলিগুড়িতে কোরোনা আক্রান্ত কোভিড হাসপাতালের সুপারসহ মোট 5জন। মাটিগাড়ার কাওয়াখালিতে সারি হাসপাতালে আক্রান্ত আরো দুই। উত্তরবঙ্গ মেডিকেলে আক্রান্ত চারজন চিকিৎসক ও এক স্বাস্থ্যকর্মি। এছারা মিরিকে আক্রান্ত একজন। সব মিলিয়ে মোট আক্রান্ত ১২ জন।
এদের কোভিড হাসপাতালে ভর্তি করানো হচ্ছে বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য।