Home রাজ্য উত্তরবঙ্গ শিলিগুড়িতে চিকিৎসা করতে গিয়ে আক্রান্ত কোভিড হাসপাতালের সুপারসহ ৫, মোট আক্রান্ত ১২

শিলিগুড়িতে চিকিৎসা করতে গিয়ে আক্রান্ত কোভিড হাসপাতালের সুপারসহ ৫, মোট আক্রান্ত ১২

0
2280

শিলিগুড়ি, ২ জুনঃ শিলিগুড়িতে কোরোনা আক্রান্ত কোভিড হাসপাতালের সুপারসহ মোট 5জন। মাটিগাড়ার কাওয়াখালিতে সারি হাসপাতালে আক্রান্ত আরো দুই। উত্তরবঙ্গ মেডিকেলে আক্রান্ত চারজন চিকিৎসক ও এক স্বাস্থ্যকর্মি। এছারা মিরিকে আক্রান্ত একজন। সব মিলিয়ে মোট আক্রান্ত ১২ জন।

এদের কোভিড হাসপাতালে ভর্তি করানো হচ্ছে বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য।

satta king gali 91 club Hdhub4u Hdhub4u