Home রাজ্য উত্তরবঙ্গ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের চার চিকিৎসক কোরোনা আক্রান্ত

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের চার চিকিৎসক কোরোনা আক্রান্ত

0
1902

শিলিগুড়ি, 2 জুনঃ শিলিগুড়িতে ফের আক্রান্ত চার চিকিৎসক। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ওই চার চিকিৎসক। মেডিসিন বিভাগে কর্মরত এক চিকিৎসক ছাড়াও প্রসুতি বিভাগের এক চিকিৎসক আক্রান্ত হয়েছেন। তাদের সংস্পর্শে এসে আরো দুই চিকিৎসক কোরোনা আক্রান্ত। আক্রান্ত এক ল্যাব টেকনিশিয়া। এই চিকিৎসকদের সংস্পর্শে আসায় 15 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।

মেডিকেল কলেজ সুত্রে জানানো হয়েছে, খড়িবাড়ির এক কোরোনা আক্রান্তের চিকিৎসা করতে গিয়েই কোরোনা আক্রান্ত হয়েছেন এই চার চিকিৎসক ও এক স্বাস্থ্যকর্মি । ঘটনায় তোলপাড় শুরু হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে।

satta king gali