শিলিগুড়ি, ৯ জুনঃ শিলিগুড়িতে কোভিড হাসপাতালে মৃত্যু কোচবিহারের এক বাসিন্দার। কোরোনা সংক্রমণের জেরে ওই ব্যক্তিকে শিলিগুড়িতে কোভিড হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা শুরু হয়। আজ মারা যান তিনি।
তবে স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গিয়েছে, কোভিড হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও শেষ সোয়াব টেস্টে তার রিপোর্ট নেগেটিভ এসেছিল। তবে অন্য রোগে ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করা যায় নি। এরপর শ্বাসকষ্ট শুরু হয় ওই ব্যক্তির। বিকেলে মারা যান তিনি।