কলকাতা, ৯ জুন : লকডাউনের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশের চেষ্টা করেছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সেইমতো প্রথমে গ্রিন জ়োন, পরে ধীরে ধীরে অরেঞ্জ, রেড ও কন্টেনমেন্ট জ়োন থেকেও উত্তরপত্র সংগ্রহ করার কাজ শুরু হয়েছিল। কিন্তু, কোরোনা পরিস্থিতিতে চলা লকডাউনে পরিবহন ব্যবস্থা স্বাভাবিক না হওয়ার মতো একাধিক কারণে সমস্ত উত্তরপত্র সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠেনি । শেষমেশ ৩১ মে পরীক্ষকদের কাছ থেকে উত্তরপত্র জমা নেওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয় । যে প্রক্রিয়ায় পুরো কাজ চলছে, সেই অনুযায়ী জুনের শেষেেই ফল প্রকাশ হতে পারে । মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে এই খবর পাওয়া গেছে ।
জানা গেছে, জুনের শেষের দিকেই ফল প্রকাশ হয়ে যাবে । সেই লক্ষ্যেই জোরকদমে কাজ চলছে মধ্যশিক্ষা পর্ষদে।
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। শেষ হয়েছিল ২৭ ফেব্রুয়ারি। পরীক্ষার্থী সংখ্যা ছিল ১০ লাখ ১৫ হাজার ৮৮৮ জন।