ভ্যাপসা গরম থেকে মুক্তি, দরজায় কড়া নাড়ছে বর্ষা

0
156

ওয়েব ডেস্কঃ গত কয়েক দিন ধরে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে গোটা রাজ্য। কলকাতাসহ রাজ্যের অন্যান্য জেলাতেও আর্দ্রতাজনিত অস্বস্তি ভালই টের পাওয়া যাচ্ছে। কলকাতা, দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গে কিছু এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। তবে গরম কমেনি।

তবে সস্তির বিষয় হলো বর্ষা কড়া নাড়ছে দরজায়। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে ঢুকে যেতে পারে মৌসুমী বায়ু। অন্য দিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি ক্রমশ শক্তি সঞ্চয় করে চলেছে। তার জেরে ওড়িশা উপকূলে ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।
বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপের ফলে মৌসুমী বায়ু আরও সক্রিয় হয়েছে। তার ফলে রাজ্যে বর্ষা ঢোকার পথ প্রশস্ত হয়েছে। গত কয়েক দিন দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। ফলে ভ্যাপসা গরম থেকে অচিরেই মুক্তি মিলবে বলে আশা রাজ্যবাসীর।