Home রাজ্য উত্তরবঙ্গ অসুস্থ অশোক, জ্বর ও পেটের সংক্রমণ নিয়ে ভর্তি নার্সিংহোমে

অসুস্থ অশোক, জ্বর ও পেটের সংক্রমণ নিয়ে ভর্তি নার্সিংহোমে

0
606

শিলিগুড়ি, ১৬ জুনঃ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন মেয়র তথা প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার পাশাপাশি কিছুটা সুস্থও হয়ে উঠেছিলেন তিনি। যদিও ফের জ্বর ও পেটের সংক্রমণের জেরে অসুস্থ হয়ে শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিৎসাধীন তিনি।

মঙ্গলবার দুপুরে তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়। তার অসুস্থতার খবর পেতেই নার্সিংহোমে পৌঁছান সিপিআইএম নেতৃত্বরা। প্রসঙ্গত উল্লেখ্য, পূর্বে তার বাইপাস সার্জারি হয়েছিল। স্বাভাবিককারণেই সাবধানতা অবলম্বণ করেই চলছিলেন তিনি।

প্রশাসক বোর্ডের সদস্য শংকর ঘোষ বলেন, সামান্য বুকে ব্যাথা রয়েছে। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখছেন। বর্তমানে তিনি অবর্জাভেশনে রয়েছেন।

satta king gali 91 club Hdhub4u Hdhub4u