ফের ২জনের মৃত্যু শিলিগুড়িতে, আক্রান্ত ৪৩

0
1458

শিলিগুড়ি, ১১ জুলাইঃ শিলিগুড়িতে মাটিগাড়ার কোভিড হাসপাতালে ফের মৃত্যু হলো একজনের। তিনি শিলিগুড়ির বাসিন্দা। তিনি কোভিডে আক্রান্ত হওয়ার পাশাপাশি কিডনির সমস্যায় ভুগছিলেন। আজ দুপুর দেড়টা নাগাদ কোভিড হাসপাতালের আইসিইউ তে তার মৃত্যু হয়। অন্য ব্যক্তি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছেন। স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গিয়েছে গত ৭ জুলাই থেকে অসুস্থ্য ছিলেন তিনি। ৮ জুলাই তার সোয়াব সংগ্রহ করা হয়েছিল। সেই রিপোর্ট পসিটিভ রয়েছে।

এদিকে স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গিয়েছে, শিলিগুড়িতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩জন। পৌরনিগমের ২৯,৪১,৩৫,২০, ৪,৪৬,২,২,৩৫, ও ৩৮ নম্বর ওয়ার্ডে আক্রান্তদের খোঁজ মিলেছে।  

স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গিয়েছে আক্রান্তদের অধিকাংশেরই কোনও ট্রাভেল হিস্ট্রি এবং উপসর্গ নেই। আগে আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন এরা। এর পাশাপাশি ভক্তিনগরে ৩৫ নম্বর ওয়ার্ডে এক চাউমিন বিক্রেতা কোরোনা আক্রান্ত হয়েছেন। এর পাশাপাশি এক বেসরকারি সংস্থার ইঞ্জিনিয়ার আক্রান্ত হয়েছেন। তিনি শিবমন্দিরের বাসিন্দা। সম্প্রতি উড়িষ্যা থেকে গাড়িতে শিলিগুড়িতে ফেরেন তিনি। পৌরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী। সেখানে ১০ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।