শিলিগুড়ি, ১১ জুলাইঃ শিলিগুড়িতে কোরোনা আক্রান্ত হলেও আরএসপি নেতা ও প্রাক্তন ডেপুটি মেয়র রামভজন মাহাতো। সম্প্রতি তার পরিবারের এক সদস্য কোরোনা আক্রান্ত হয়েছিলেন। এরপর জ্বর ও অন্য উপসরগ নিয়ে অসুস্থ্য হয়ে একটি নার্সিং হোমে ভর্তি হন প্রাক্তন ডেপুটি মেয়র। তার সোয়াব টেস্ট রিপোর্ট পসিটিভ এসেছে।
দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক জিবেশ সরকার জানান পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচাররের পর এবার আক্রান্ত হয়েছেন রামভজন মাহাতো। তিনিও পৌর প্রশাসক বোর্ডের সদস্য। আমরা আশা করছি দ্রুত সুস্থ্য হয়ে তিনি ফিরে আসবেন।