মাস্টারস্ট্রোক মমতার, শ্রমিক স্পেশালে শ্রমিকদের রেলভাড়া দেবে রাজ্য

0
286

ওয়েব ডেস্কঃ ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের রাজ্যের ফেরানোর জন্য সমস্ত খরচ সরকার দেবে । আজ টুইট করে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজ্য থেকে বিশেষ ‘শ্রমিক স্পেশাল’ ট্রেনে শ্রমিকদের রাজ্য ফেরানো হবে । কোনও পরিযায়ী শ্রমিককে এর জন্য একটা টাকাও খরচ করতে হবে না । সব খরচ পশ্চিমবঙ্গ সরকার দেবে বলেই জানালেন মুখ্যমন্ত্রী ।


আজ টুইটে বিষয়টি জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী কেন্দ্রকে দেওয়া চিঠিও পোস্ট করছেন সোশাল মিডিয়ায়। এই চিঠির মাধ্যমে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত দিল্লির রেল ভবনকে জানান মুখ্যসচিব রাজীব সিনহা। চিঠিতে লেখা হয়, দেশের বিভিন্ন জায়গা থেকে বিশেষ ‘শ্রমিক স্পেশাল’ ট্রেনে শ্রমিকরা যে পশ্চিমবঙ্গে ফিরবে, তাদের সমস্ত খরচ দেবে রাজ্য সরকার । তাই যে স্টেশনগুলি থেকে ট্রেনগুলি ছাড়বে, সেই স্টেশনে যেন শ্রমিকদের কোনও ভাড়া না নেওয়া হয় ।