জয় হল অশোকের, প্রশাসক বোর্ড থেকে তৃণমূল কাউন্সিলরদের সরিয়ে দিল রাজ্য

0
1525

শিলিগুড়ি, ১৬মেঃ শেষ হাসি হাসলেন মেয়র অশোক ভট্টাচার্যই। তার দাবি মেনে পুর্বের প্রশাসক বোর্ড সংক্রান্ত নির্দেশ তুলে নিল রাজ্য সরকার। নতুন নির্দেশ দিয়ে জানিয়ে দেওয়া হল অশোক ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত হবে প্রশাসক বোর্ড। তাতে থাকবেন বাম মেয়র পারিষদেরা। তৃণমূল কাউন্সিলরদের নাম প্রশাসক বোর্ড থেকে প্রত্যাহার করে নেওয়া হল।

গত শুক্রবার রাজ্যের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল মেয়র অশোক ভট্টাচার্যকে মাথায় রেখে সিপিএমের ৬ মেয়র পারিষদের পাশাপাশি ৫ তৃণমূল কাউন্সিলরকে নিয়ে প্রশাসক বোর্ড হবে শিলিগুড়িতে। ওই প্রস্তাব নাকচ করে মেয়র জানিয়ে দেন, প্রশাসক বোর্ডে থাকবে না বামেরা। বিরোধীদের নিয়ে প্রশাসক বোর্ড চালাতে চান না তিনি।

শনিবার সকালে জেলা তৃণমূল সভাপতি ও পৌরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার বলেন, কোরোনা পরিস্থিতিতে পালিয়ে যাচ্ছেন মেয়র। আমরা চাই সকলে মিলেই প্রশাসক বোর্ড চলুক। ফিরে আসুন মেয়র। একই সঙ্গে তিনি জানান, একান্তই মেয়র ও বামেরা প্রশাসক বোর্ডে যোগ না দিলে আগামি সোমবার দায়িত্বভার নেবেন তালিকায় থাকা তৃণমূলের কাউন্সিলরেরা।

যদিও বেলা গড়াতেই, নতুন নির্দেশ দিয়ে আগের নির্দেশিকা প্রত্যাহার করে মেয়রের দাবি মেনে নিল রাজ্য। নতুন প্রশাসক বোর্ডে স্থান পেলেন না তৃণমূল কাউন্সিলরেরা। নির্দেশিকা অনুযায়ী অশোক ভট্টাচার্যের নেতৃত্বে প্রশাসক বোর্ড গঠন হবে। থাকছেন বাম মেয়র পরিষদেরাও।

জেলা তৃণমূল সভাপতি ও বিরোধী দলনেতা রঞ্জন সরকার জানান, কোরোনা পরিস্থিতিতে আমরা বিতর্ক চাইনি। তাই মুখ্যমন্ত্রী দলের উর্ধে উঠে নতুন নির্দেশিকা দিলেন। এবার তারা দায়িত্ব নিন।

মেয়র অশোক ভট্টাচার্য বলেন, এটা আমাদের নৈতিক জয়। আগামি সোমবার প্রশাসক বোর্ডের দায়িত্ব নেব।