ওয়েব ডেস্কঃ পশ্চিমবঙ্গের খুব কাছে চলে এল শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। এই মুহূর্তে ওড়িশার পারাদ্বীপ থেকে মাত্র ৪২০ কিলোমিটার দূরে রয়েছে এই সাইক্লোন। দিঘা থেকে ৫১০ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৭০০ কিলোমিটার দূরে রয়েছে সে। স্থলভাগে যখন আছড়ে পড়বে ঘূর্ণনের গতিবেগ হবে ১৫৫-৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। এমনকি তা ১৮০ কিলোমিটারও ছাড়িয়ে যেতে পারে। সেই সঙ্গে হবে প্রবল জলোচ্ছ্বাস। অতিভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এর মোকাবিলায় সুন্দরবন এলাকায় এক ব্যাটালিয়ন বিএসএফ মোতায়েন করা হয়েছে। আরো এক ব্যাটালিয়ন জওয়ান মোতায়েন করা হয়েছে ইছামতী নদীতে। দিঘা, কাঁথি, খেজুরি এবং নন্দীগ্রাম-সহ সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিপর্যয় মোকাবিলা বাহিনী, কোস্টাল পুলিশ এবং নুলিয়ারা টহলদারি চালাচ্ছেন। সঙ্গে মাইকিং-ও চলছে । শঙ্করপুর থেকে তাজপুরের মাঝে কয়েকটি জায়গায় সমুদ্রবাঁধ দুর্বল হয়ে পড়েছে। সেচ দফতর এ রকম বেশ কয়েকটি জায়গা চিহ্নিত করে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু করেছে।
আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুত্-সহ ঝোড়ো হাওয়া শুরু হবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া এলাকায়। এই সময় হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ঝড়ের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে দুই ২৪ পরগনায়। তার পর কলকাতায়। উপকূলবর্তী জেলাগুলোতে ইতিমধ্যেই হালকা বৃষ্টি শুরু হয়েছে। হাওয়ার বেগ বাড়ছে উপকূলীয় অঞ্চলে। কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জে বৃষ্টি শুরু। বৃষ্টি শুরু হয়েছে কলকাতাতেও।