শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোনে পরিনত আমফান, ধেয়ে আসছে বাংলায়

0
212

ওয়েব ডেস্কঃ ঘূর্ণিঝড় আমফান আরও কিছুটা শক্তি বৃদ্ধি করে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। এই মুহূর্তে দিঘা থেকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে 920 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে । আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, 20 মে বিকেলে অথবা সন্ধ্যের দিকে এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল অতিক্রম করবে ।
দিঘা ও সুন্দরবনের কাছ থেকে অতিক্রম করার সময় এই সুপার সাইক্লোন আমফানের তীব্রতা অনেক বেশি থাকবে । সেই সময় গতিবেগ থাকবে গড়ে 165-175 কিলোমিটার প্রতি ঘণ্টা । আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, “20 মে আবহাওয়া অত্যন্ত খারাপ থাকবে । দুপুরের পর থেকে ঘূর্ণিঝড় আছড়ে পড়া না পর্যন্ত উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলিতে ঝোড়ো হাওয়ার দাপট সব থেকে বেশি থাকবে । 165-175 কিলোমিটার বেগে ঝড় বইবে । সর্বোচ্চ 195 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার দাপট চলতে পারে । এই ঘূর্ণিঝড়ের ফলে সামুদ্রিক জলোচ্ছ্বাস ঘটবে । উত্তর 24 পরগনার ক্ষেত্রে এই জলোচ্ছ্বাস 4 থেকে 5.5 মিটার পর্যন্ত হতে পারে । পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে 3 থেকে 4 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে ।
উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলি এবং কলকাতায় আগামীকাল দুপুরের পর থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে । উত্তর ও দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি হতে পারে । আগামীকাল দুপুরের পর থেকেই উপকূলের জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার দাপটও শুরু হয়ে যাবে । যার গতিবেগ থাকবে 55-65 কিলোমিটার প্রতি ঘণ্টা । সর্বোচ্চ ঝোড়ো হাওয়ার গতি থাকবে 75 কিলোমিটার প্রতি ঘণ্টা । 20 মে বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা বৃদ্ধি পাবে । দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে । তবে বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে।