ওয়েব ডেস্কঃ রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন ২০৮জন, যা এখনও অবধি একদিনে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা এই রাজ্যে ৷ এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৩৬৬৭ এ পৌঁছাল ৷ তবে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কিছুটা হলেও কমেছে ৷ গত একদিনে রাজ্যে কোরোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে ৷
রাজ্যে কোরোনা আক্রান্ত হয়ে মৃতের মোট সংখ্যা বর্তমানে ২০০ ৷ কো-মর্ডিবিটিতে মৃত্যু হয়েছে ৭২ জন রোগীর ৷ বর্তমানে রাজ্যে অ্যাকটিভ কোরোনা রোগীর সংখ্যা ২২০৩।