কলকাতা, ২৯ মেঃ চতুর্থ দফার লকডাউন শেষ হতে আর মাত্র ক’টা দিন বাকি৷ তার আগেই শুক্রবার এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করলেন আগামী মাসের ৮ তারিখ থেকে পূর্ণাঙ্গ রূপেই খুলে যাবে সরকারি বেসরকারি সমস্ত অফিস। ১০০ শতাংশ কর্মী নিয়েই কাজ করা যাবে। যদিও সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মেনে চলার কথা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।
চতুর্থ দফার লকডাউনে বিধিনিষেধ অনেকটাই শিথিল করা হয়েছিল। যদিও একাধিক ক্ষেত্রে বিধিনিষেধ জারি এখনও। তবে এরইমাঝে এবার পুরোপুরি অফিস খোলার বিষয়ে সবুজ সংকেত দিল রাজ্য। তবে স্পষ্ট করা হয়েছে, প্রতিটি অফিসের স্যানিটাইজেশনের উপযুক্ত ব্যবস্থা করতে হবে। অন্যদিকে, বিশেষ জোর দেওয়া হয়েছে সামাজিক দূরত্ববিধিতে।