১ জুন থেকেই খুলতে চলেছে ধর্মীয় প্রতিষ্ঠান, বিধিনিষেধ জারি রাজ্যের

0
113

কলকাতা, ২৯ মেঃ একাধিক বিধিনিষেধ জারি করে এবার খুলতে চলেছে রাজ্যের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। যদিও এখনই বড় কোন অনুষ্ঠান বা জমায়েত করা যাবে না বলেই স্পষ্ট করা হয়েছে রজ্যের তরফে৷

শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশাসনিক বৈঠক সারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেন আগামী মাসের প্রথম দিন থেকেই ধর্মীয় প্রতিষ্ঠান খুলে যাবে। তবে ভিড় এড়াতে ১০ জনের বেশি মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকবে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট কতৃপক্ষগুলিকেই দ্বায়িত্ব নিতে হবে ভিড় এড়িয়ে চলার ক্ষেত্রে। একইসঙ্গে স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে প্রতিটি ক্ষেত্রেই।