কোরোনা আক্রান্ত বলিউডের শাহেনশা অমিতাভ, ভর্তি হাসপাতালে

0
317

ওয়েব ডেস্ক, ১১ জুলাইঃ কোরোনা আক্রান্ত হলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। শনিবার রাতে নিজেই টুইট করে একথা জানান ভক্তদের। বর্তমানে তিনি নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, কোরোনা রিপোর্ট পজিটিভ আসার পরেই এদিন সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, ঐঐশ্বর্য, অভিষেক সহ বাড়ির প্রতিটি সদস্য এবং পরিচারিকাদের সোয়াব টেস্ট করা হয়েছে। রিপোর্ট এখনও আসেনি তাদের।

এদিন টুইট করে অভিনেতা জানান, বিগত দশ দিনে যারা তার সংস্পর্শে এসেছেন তারা যেন সোয়াব টেস্ট করিয়ে নেন এবং সমস্ত সতর্কতা মেনে চলেন।