শিলিগুড়ি, ১১ জুলাইঃ শিলিগুড়ি মহকুমার বিধান নগর এলাকায় সংক্রমণের শিকার এক তৃণমূল নেতার তরফে কোরোনা ওদ্ধা হিসেবে সম্বর্ধনা নেওয়ার পর সংক্রমিত হলেন এক পুলিশ কর্তা। আক্রান্ত আরো দুই।
দিন কয়েক আগেই বিধান নগরে এক সম্বর্ধনার আয়োজন করেন স্থানীয় তৃণমূল নেতা। তার দুদিন পর জানা যায় তিনি কোরোনা আক্রান্ত। সোয়াব টেস্ট করিয়ে রিপোর্ট আসার আগেই কেন তিনি প্রকাশ্যে এলেন তা নিয়ে বিতর্ক শুরু হয়। এদিকে তার তরফে আয়োজিত এক সম্বর্ধনা সভায় যাওয়ার জেরে হোম আইশোলেশনে চলে যান একাধীক পুলিশ প্রশাসনের কর্তাও।
আজ স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গিয়েছে স্থানীয় এক পুলিশকর্তাসহ আক্রাত হয়েছে তিনজন। এরা তিনজনেই ওই সবর্ধনা সভায় হাজির ছিলেন এবং ওই নেতার সংস্পর্শে এসেছিলেন। এদের মধ্যে একজন পুলিশ কর্তা, একজন ব্যবসায়ী সমিতির নেতা ও অন্যজন চা ব্যবসায়ী। পড়াঠোমীক ভাবে আক্রান্ত ওই তৃণমূল নেতা অবশ্য আপাতত সুস্থ্য হয়ে গিয়েছেন। নতুন করে আক্রান্ত এই তিন জনের চিকিৎসা শুরু হয়েছে।