শিলিগুড়ি, ১২ জুলাইঃ শনিবার রাতে টুইট করে নিজে কোরোনা আক্রান্ত হওয়ার খবর ভক্তদের জানান বলিউডের শাহেনশা। তার কিছু সময় বাদেই শাহেনশার ছেলে অভিষেক বচ্চন টুইট করেন। নিজের টুইট বার্তায় স্পষ্ট করেন তিনিও কোরোনা আক্রান্ত।
এদিন রাতে প্রথম টুইট করেন অমিতাভ বচ্চন। সেখানে তিনি স্পষ্ট করেছিলেন তার পরিবারের সদস্য সহ পরিচারিকাদের সোয়াব টেস্ট করা হয়েছে। রিপোর্ট এখনও আসেনি। তার কিছু সময় বাদেন শাহেনশা পুত্র টুইট করে জানালেন নিজের কোরোনা আক্রান্ত হওয়ার কথা।
টুইট বার্তা প্রকাশ হতেই অগনিত ভক্তের শুভেচ্ছা বার্তার ঝড় ওঠে। অভিষেক বচ্চন টুইট করে জানান, আমি ও বাবা কোরোনা আক্রান্ত। মৃদু উপসর্গ রয়েছে। আমরা হাসপাতালে ভর্তি৷ সবাইকে অনুরোধ করবো শান্ত থাকবেন। ভয় পাবেন না। ধন্যবাদ।